php glass

কালিগঞ্জে মেজ ভাইয়ের দায়ের কোপে সেজ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

.

walton

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মেজ ভাই আজগর আলীর (৫৫) দায়ের কোপে সেজ ভাই আক্কাস আলী গাজী (৪৮) খুন হয়েছেন। এ ঘটনার পর ঘাতক আজগর আলী এবং তার ছেলে নুরুজ্জামান (১৬) পালিয়ে গেলেও পুলিশ আজগর আলীর স্ত্রী নূরজাহান খাতুনকে (৩৮) আটক করেছে।

রোববার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আক্কাস আলী গাজী (৪৮) বন্ধকাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। 

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. রিয়াজউদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিবেশী আবুল কালামের একটি ছাগল আজগর আলীর ক্ষেতের পুঁই শাকের ডগা খেয়ে ফেলে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ছাগলটি ধরে খোয়াড়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করেন আক্কাস আলী (৪৫)। এ নিয়ে রাতে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আজগর আলী ধারালো দা দিয়ে তার সেঝ ভাই আক্কাসের দেহে কোপ মারেন। এতে গুরুতর আহত আক্কাজকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক আজগরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। 

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এমএইচএম

ফুলপুরে নিখোঁজ সেই যমজ তিন বোনের একজন উদ্ধার
পূর্বধলায় বাবা হত্যার অভিযোগে ছেলে আটক
বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১, প্রত্যাহার ৩ কনস্টেবল
বহিষ্কারাদেশ প্রত্যাহারে জাহিদের করণীয় বলে দিলেন ফখরুল
পরিবারের সুসম্পর্ক গঠনে সিনেমা সহায়তা করে: শাকিব খান


উইন্ডিজের সঙ্গে জয়ে টাইগারদের অভিনন্দন কাদেরের
সাকিব-লিটনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব 
সাকিব-লিটনের ব্যাটে জয়ে উচ্ছ্বসিত মোসাদ্দেকের মা
সমর্থকরা পাশেই থাকবেন, প্রত্যাশা সাকিবের
‘সাকিব দুর্দান্ত, টার্নিং পয়েন্ট মোস্তাফিজের দুই উইকেট’