php glass

ঝড়ে ভেঙে গেছে ১৪ মাথা খেঁজুর গাছটিও, আমের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝড়ে ভেঙে গেছে ১৪ মাথা খেঁজুর গাছ। ছবি: বাংলানিউজ

walton

চাঁপাইনবাবগঞ্জ: ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (২২মে) সন্ধ্যায় হওয়া প্রায় ১০ মিনিটের ঝড়ে বাড়িঘর ও গাছপালা ভেঙে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) কানসাট এলাকার আম বাগান মালিক শহিদুল হক হায়দারী বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যার পরে হঠাৎ করে ঝড় শুরু হয়। এতে বাগানের বেশ কিছু কাঁচা আম ঝরে পড়েছে। এর পাঁচদিন আগে একই ধরনের ঝড়ে আম বাগানের অধিকাংশ আমই ঝরে যায়।

শাহবাজপুর ইউনিয়নের আমচাষি মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঝড়ে বাতাসে তীব্রতার কারণে বাড়ির টিনের চালা উড়ে গেছে। এছাড়া উঁচু আমগাছের ওপরের ডালে থাকা আম সম্পূর্ণ রূপে ঝরে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা বাংলানিউজকে বলেন, ঝড়ে ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে।

এদিকে, ঝড়ের তীব্রতায় জেলার শিবগঞ্জের সেই ১৪ মাথা খেঁজুর গাছটি ভেঙে গেছে। গাছটি চাঁপাইনবাবগঞ্জ তথা শিবগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষ একনামে চিনে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখতে ভিড় করেন অনেকে। 

কানসাট এলাকার আমচাষি শহিদুল হক হায়দারি বাংলানিউজকে জানান, ১৪ মাথা খেঁজুর গাছটি ভেঙে যাওয়ায় অত্র এলাকার আমচাষিদের স্বপ্নও ভেঙে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ
বয়স্ক ভাতা জোটে না প্রায় শতবর্ষী বাছিরনের
ফুলপুরে নিখোঁজ সেই যমজ তিন বোনের একজন উদ্ধার
পূর্বধলায় বাবা হত্যার অভিযোগে ছেলে আটক
বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১, প্রত্যাহার ৩ কনস্টেবল
বহিষ্কারাদেশ প্রত্যাহারে জাহিদের করণীয় বলে দিলেন ফখরুল


পরিবারের সুসম্পর্ক গঠনে সিনেমা সহায়তা করে: শাকিব খান
উইন্ডিজের সঙ্গে জয়ে টাইগারদের অভিনন্দন কাদেরের
সাকিব-লিটনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব 
সাকিব-লিটনের ব্যাটে জয়ে উচ্ছ্বসিত মোসাদ্দেকের মা
সমর্থকরা পাশেই থাকবেন, প্রত্যাশা সাকিবের