php glass

নিম্নমানের চাল কেনায় গোডাউন সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি।

walton

রাজশাহী: নিম্নমানের চাল কেনার অভিযোগে রাজশাহী সদর খাদ্য গুদামের একটি গোডাউন সিলগালা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড)।
 

সোমবার (২০ মে) বিকেলে গুদাম পরিদর্শন করে গোডাউনটি সিলপালা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

জানা যায়, কয়েকদিন ধরেই মিল মালিকদের কাছ থেকে সরকারিভাবে গুদামে চাল কেনা হচ্ছে। এ সুযোগে সদর খাদ্য গুদামের পরিদর্শক মাজেদুল ইসলাম নিম্নমানের পুরনো চাল কিনে আসছিলেন- এমন অভিযোগ পাওয়া যায়। এরই জেরে সোমবার বিকেলে সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া।

সে সময় অভিযোগের সত্যতা পেয়ে গুদামের একটি অংশ সিলগালা করে দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া বাংলানিউজকে জানান, নিম্নমানের চাল কেনার অভিযোগে একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসএস/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন: রাজশাহী চাল
ksrm
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ
২০২৩ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের দিকে নজর বিসিবির
ঘটনা ‘আত্মহত্যা’ বলেও ‘মীমাংসা’য় লেনদেন পৌনে ৩ লাখ টাকা!
কক্সবাজারে সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের মেলা
দুর্নীতিবিরোধী অভিযানের সমর্থনে ওলামা লীগের সমাবেশ


বশেমুরবিপ্রবি’তে পদত্যাগের হিড়িক
এক্সচেঞ্জ হাউজের ন‍াম পরিবর্তনে অনুমতি লাগবে না
পায়রাবন্দরে জেটি-ক্রেনের মাধ্যমে পণ্য খালাস শুরু
দুর্দান্ত খেলেও ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো’