php glass

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

walton

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এবং আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার তিন প্রধানের নেতৃত্বে জাতিসংঘের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা রোহিঙ্গাদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) বিভিন্ন খাবার  বিতরণ করেন। 

২০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) সদর দফতরের হাই কমিশনার মি. ফিলিপ্পো গ্রান্ডিসহ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যানঅ্যাফেয়ার্স) মার্ক লোকক ও আইএমও এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।

এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে ২০ সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার ত্রাণ এবং রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।
 
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩টায় কক্সবাজারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এদিকে গত বুধবার (২৪ এপ্রিল) বিকেলে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। 

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসবি/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন: রোহিঙ্গা
ksrm
আইভী রহমানের মৃত্যুবার্ষিকী শনিবার
শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে কালো অধ্যায়ের সূচনা হয়েছিল
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার হাল ছাড়েনি: ওবায়দুল কাদের
৬৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড!


কলাপাড়ায় ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে পুতিন
আর্জেন্টিনার বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এডিসিসহ আহত ৮ 
স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়েছে পিএসজি!