php glass

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের জানাজায় হাজারো মানুষ। ছবি: বাংলানিউজ

walton

রাজশাহী: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে তার বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহীর গোদাগাড়ী পৌর পার্ক মাঠে ষষ্ঠ জানাজা শেষে ব্যারিস্টার আমিনলকে ফাজিলপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তার জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে।

দুপুর ২টায় রাজশাহীর তানোর উপজেলার ডাকবাংলো মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ব্যারিস্টার আমিনুলের মরদেহ ঢাকা থেকে গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গোদাগাড়ীতে জানাজার আগে বক্তব্য দেন তার বড় ভাই ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ড. এম এনামুল হক। 

জানাজার অংশ নেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি জামায়াত নেতা লতিফুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অংশ নেন।

ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। 

এরমধ্যে জোট সরকারের দুই মেয়াদের প্রথমে প্রতিমন্ত্রী এবং সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন আমিনুল হক। একাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসনের আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন।

বিএনপির এই সিনিয়র নেতা সুপ্রিম কোর্টেরও সিনিয়র আইনজীবী ছিলেন। গত রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে গোদাগাড়ী-তানোরে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসএস/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন: রাজশাহী বিএনপি
ksrm
বাড্ডায় জেএমবির ৪ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামালায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড
অর্থনৈতিক বিকাশে প্রধান বাধা দুর্নীতি: দুদক চেয়ারম্যান
২১ আগস্টে নিহতদের স্মরণে বরিশালে নানা কর্মসূচি
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা দিল্লিতে


‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল খালেদা-নিজামীর নীলনকশা’
সাংবাদিক মাসুদুল হকের বাবা আর নেই
ভবনে প্রবেশে বাধা: দণ্ডবিধির আইন প্রয়োগ করবে ডিএনসিসি
এডিসের লার্ভা: ডিএসসিসিতে ৩ কোম্পানি ১০ বাড়িকে জরিমানা
টেকসই উন্নয়নে চাই সৃজনশীল আইডিয়া: চুয়েট ভিসি