php glass

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

walton

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিষ্টু মিয়া (৪০) ও সুমন মিয়া (৩৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় করিম মিয়া (৪০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টু মিয়া উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামের মগর আলীর ছেলে ও সুমন মিয়া একই গ্রামের রেনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর পল্লি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখেন মিষ্টু মিয়া ও তার সহযোগীরা। এসময় তারা তিনজন রাস্তার ওপর থেকে বিদ্যুতের তারটি সরাতে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মিষ্টু ও সুমন মারা যান এবং করিম গুরুতর আহত হন।

আহত করিমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

উপজেলার হিলচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট
ksrm
সোনালি আঁশেও কৃষকের ‘মুখভার’
কুমারখালীতে ভুয়া কাজির দণ্ড
নলছিটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি আটক
আটপাড়ায় শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
কবিরহাটে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা আটক


‘বন্দুকযুদ্ধে’ অটোচালক হত্যার প্রধান আসামির মৃত্যু
পাবনায় ২২ দিন বয়সী কন্যাশিশুকে বিক্রির চেষ্টা, আটক ৪
হবিগঞ্জে হাসপাতাল থেকে বাচ্চা চুরি, নারী আটক
ঝালকাঠিতে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ধর্ষণের পর হত্যার দায়ে ত্রিপুরার যুবকের মৃত্যুদণ্ড