php glass

মুক্তিযোদ্ধাদের আঙুলের ছাপ নিয়ে ডকুমেন্টারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বীরগাঁথা ডকুমেন্টারির’ মোড়ক উন্মোচন, ছবি: বাংলানিউজ

walton

কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুই হাজার ৭৩০ জন মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে তাদের দু’হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টারির’ মোড়ক উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে তাদের সম্মাননাপত্রও দেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের একযোগে সম্মাননাপত্র দেওয়া হয়। এছাড়া তাদের দু’হাতের ছাপ সম্বলিত ডকুমেন্টারিটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ অতিথিরা।

এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ড. আহসান হাবীব নীলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।

স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন দুই হাজার ৭৩০ জন জীবিত মুক্তিযোদ্ধার দু’হাতের আঙুলের ছাপ, ছবি ও তথ্য সম্বলিত ডকুমেন্টারি করার উদ্যোগ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এফইএস/টিএ

ই-ট্রাফিক সিস্টেমে সিলেটে বাঁচছে কর্মঘণ্টা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা
টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
সাভারে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত
ভাইরাস জ্বরে আক্রান্ত উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ১০ ছাত্র


 ঘুষ-তদবির ছাড়াই প্রাথমিক শিক্ষকের চাকরি: ডিসি
ভোলায় ইলিশ ধরার দায়ে ১৭ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি ক্যাসেট নিহত