php glass

কিশোরগঞ্জে ১৭ ভাষা সৈনিককে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জে ১৭ ভাষা সৈনিককে দেওয়া হয়েছে সম্মাননা। ছবি: বাংলানিউজ 

walton

কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ১৭ জন ভাষা সৈনিককে সম্মাননা দিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়ামে আয়োজিত বইমেলায় আলোচনা সভা শেষে প্রয়াত ১৫ জনসহ ১৭ জনকে এ সম্মাননা দেওয়া হয়। প্রয়াতদের পরিবার পক্ষের সদস্যরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য সম্মাননা প্রাপ্তরা হলেন- প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত আশরাফ উদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত এ বি মহিউদ্দিন আহম্মদ (বিএ) ওরফে গোলাম মাওলা, প্রয়াত কাজী ঈশা, সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম শামসুল হক ওরফে গোলাপ মিয়া, প্রয়াত কাজী আব্দুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ, প্রয়াত মো. আমিনুল হক, প্রয়াত এম এ মতিন অ্যাডভোকেট, ডা. এ এ মাজাহারুল হক, মুহম্মদ আবু সিদ্দীক ও প্রয়াত গঙ্গেশ সরকার।
 
জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। 

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসআরএস 

ক্লিক করুন, আরো পড়ুন: কিশোরগঞ্জ
ksrm
নেত্রকোনায় প্রথমবার এডিস মশার সন্ধান, জনমনে আতঙ্ক
পাবনায় জমিজমা সংক্রান্ত হামলায় নিহত ১, আহত ২
মধ্যরাতে ইবি ছাত্রলীগের উত্তেজনা, গুলি-ককটেল বিস্ফোরণ
মাদকের জন্যই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে: মেনন
আফ্রিকার দাবানল নিয়ে বিশ্ব এত নীরব কেন?


সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
পাথরঘাটায় ৫ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, দুই জেলেকে সাগরে নিক্ষেপ
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাঈদ খোকন