php glass

বরিশালে চারুকলার আয়োজনে দেয়াল চিত্রাঙ্কন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেয়ালে অংকন করছেন চিত্রশিল্পীরা। ছবি: বাংলানিউজ

walton

বরিশাল: চারুকলা বরিশালের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারেও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেয়াল অংকন করা হয়েছে। 

এবার দেয়াল চিত্রে ১৯৫২ থেকে ১৯৭১ সালের বিভিন্ন মোটিভ ব্যাবহার করা হয়েছে। সেই সঙ্গে স্মরণীয় বাণী ও শ্লোগান লেখা হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে চারুকলা বরিশালের অর্ধশতাধিক ক্ষুদে শিল্পীরা দেয়ালে আঁকা শুরু করে। সন্ধ্যার মধ্যে পুরো দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের বিভিন্ন  চিত্র।

চারুকলা বরিশালের শিক্ষার্থী নন্দিনী দাস জানায়, এবারেই সে প্রথম আঁকতে এসেছে। দেয়াল চিত্র আঁকতে তার খুব ভালো লাগছে। 

দেয়াল চিত্রের দায়িত্বে থাকা চারুকলা বরিশালের প্রশিক্ষক রনি দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারেও দেয়ালে জাতীয় চেতনা ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে যাতে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এ বিষয়টি ভালোভাবে জানতে পারে। 

চারুকলা বরিশালের সম্পাদক অসীম বনিক বাংলানিউজকে বলেন, বরিশালে সড়ক আলপনা চারুকলা জনপ্রিয় করেছে। দেয়াল আলপনাও তাদের হাত থেকে উঠে এসেছে। 

চারুকলার সভাপতি আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, এ আয়োজন চারুকলার হলেও এখানে সবাই অংশ গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমএস/আরআইএস/ 

আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
২০২২ সালে চালু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক
ছাত্রলীগের পদবঞ্চিতদের চার দাবি


বিজয়নগরে ইভিএমের যন্ত্রাংশ লুট
‘দেশে আমি একা ফিরব না’-সতীর্থদের সরফরাজের হুমকি
তথ্য জনগণকে ক্ষমতায়িত করে তোলে
কেসিসির নগর ভবনে আগুন, অতঃপর…
জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ১০