পুতুল
কাঠের ঘোড়া কাঠের হাতি
কাঠের পুতুলগুলি
ছড়িয়ে আছে ঘরের কোণে
জড়িয়ে মলিন ধুলি।
হঠাৎ যখন পড়ল চোখে
নিলাম টেনে মনের দুখে
পুছে মুছে যতন করে
সু-কেসে যেই তুলি;
চিঁ চিঁ করে উঠল কেঁদে
রাখতে বলে চুলে বেঁধে
ছোটোবেলার মতো নাকি
করবে চুলোচুলি!!
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএ