এফ এ সুমন
‘বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ ওঠেছে ওই, কোথায় আছো কেমন আছো আমার প্রাণের সই...’। এমনই কথায় আসছে সংগীতশিল্পী এফ এ সুমনের নতুন গান ‘প্রাণের সই’। কবি যতীন্দ্রমোহন বাগচীর বিখ্যাত কবিতা ‘কাজলা দিদি’র ছায়া অবলম্বনে গানটি লিখেছেন এন আই বুলবুল। এর সুর ও সংগীত করেছেন রোহান রাজ।
বুধবার (১৩ নভেম্বর) ভিডিও আকারে গানটি প্রকাশ পেতে যাচ্ছে। এতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও আলভী মামুন। গল্পনির্ভর মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন রোহান মাহমুদ।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, কাজলা দিদি কবিতাটি আমাদের সবারই পড়া। সেই বোধটাকে প্রণয়ে রূপ দিয়ে নতুন গানের কথা। এতে দারুণ সুর করা হয়েছে। তাছাড়া মিউজিক ভিডিওটি আমার পছন্দ হয়েছে।
সুরকার ও সংগীতপরিচালক রোহান রাজ বলেন, ‘সুমন ভাইয়ের জন্য এর আগেও গান করেছি। বিশেষ করে ‘পরান কান্দে’ শিরোনামের গানটির জন্য বেশ সাড়া পেয়েছি। তবে এবারের গানটি অন্য রকম।
‘প্রাণের সই’র মিউজিক ভিডিও এমআর বেস্ট মিডিয়ার ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
জেআইএম