php glass

নেই দেশি নতুন সিনেমা, মুক্তি পেলো দেবের ‘কিডন্যাপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

'কিডন্যাপ'র একটি দৃশ্যে দেব ও রুক্মিনী

walton

সাধারণত প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দেশি নতুন সিনেমা মুক্তি পায়। কিন্তু শুক্রবার (১২ জুলাই) শুধু কলকাতার আমদানিকৃত একটি সিনেমা সারাদেশে মুক্তি পেয়েছে। টালিউডের দেব অভিনীত ‘কিডন্যাপ’ দেশের ৫৯ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশি সিনেমা ‘প্রেম চোর’র বিপরীতে ‘কিডন্যাপ’ আমদানি করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। 

তিনি বাংলানিউজকে বলেন, ‘কিডন্যাপ’ আমদানি করে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। আগামী সপ্তাহে কলকাতার ‘শেষ থেকে শুরু’ সিনেমাটিও দেশে মুক্তি দেবো।’

৫ জুন কলকাতায় ‘কিডন্যাপ’ মুক্তি পেয়েছে। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রুক্মিনী। সুরিন্দম ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল।

এদিকে শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রেম চোর’ চলতি বছর দুর্গা পূজায় দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়া হবে। উত্তম আকাশ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ।

আর শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটির বিপরীতে আমদানি করা হচ্ছে জিৎ-কোয়েল জুটির ‘শেষ থেকে শুরু’।

এদিকে মোহাম্মদ আসলাম পরিচালিত দেশি সিনেমা ‘ভালোবাসা ডটকম’ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময় এসে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে। তবে বেশকিছু প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে সাইফ চন্দন পরিচালিত ও নিরব হোসেন অভিনীত সিনেমা 'আব্বাস'।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন: সিনেমা
নারায়ণগঞ্জে ২ পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
মুক্তাগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ধর্ষক-হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি মহিলা ফোরামের
‘দুই মায়ের কোল খালি করে কবরবাসী হইলি তোরা’
দুধ-দুগ্ধজাত পণ্যের মান নির্ণয়ে বাকৃবিতে টাস্কফোর্স


সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সচেষ্ট বাংলাদেশ
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
তবু নিউজিল্যান্ডের সেরা নাগরিকের মনোনয়নে স্টোকস
দুর্নীতিকে অন্যভাবে দেখার সুযোগ নেই: কাদের
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি আসছে: ফারুক