php glass

ফেনী ইউনিভার্সিটিতে সাহিত্য বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্। ছবি: বাংলানিউজ

walton

ফেনী:  ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে ভাষা ও সাহিত্যের ওপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মশালায় ‘সাহিত্যের ধারাবাহিক ক্রমবিকাশ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদার। এছাড়া ইংরেজি যোগাযোগের ক্ষেত্রে কথন ও শ্রবণের সমন্বয় সাধন এবং একই ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হন তার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও সহকারী অধ্যাপক নাকিবুন নবী।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন রহমান বিপাশার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক ও রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুল্লাহ আল ইউনুস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইংরেজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচডি/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন: ফেনী
সু চির অস্বীকার: রোহিঙ্গারা বললেন ‘মিথ্যুক’
সোলায়মানের পদত্যাগ নিয়ে জামায়াতে তোলপাড়
রাজশাহীর মধ্য শহর থেকে বাস টার্মিনাল সরবে আগামী বছর
স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনে মাশরাফি
নেপিদোতে বাংলাদেশ-মিয়ানমার সেনাপ্রধানদের বৈঠক


এবার রাজ্যসভায়ও পাস হলো ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল
আগুনের সূত্রপাত ‘গ্যাস রুমে’, নেভাতে গিয়েই দগ্ধ শ্রমিকরা
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আতিকুল
মেডিক্যাল বোর্ডের রিপোর্ট কোর্টে, শুনানি বৃহস্পতিবার
চট্টগ্রামে বিজয় স্তম্ভ ও মুক্তিযুদ্ধ জাদুঘর হবে