php glass

বশেমুরবিপ্রবির প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া

walton

গোপালগঞ্জ: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরউদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।  

বিষয়টি নিশ্চিত করে নুরউদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, তিনি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি সেটি ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে জমা দিয়েছি।

পদত্যাগ প্রসঙ্গে মোহাম্মদ আশিকুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এ মুহূর্তে আমার পক্ষে অতিরিক্ত কোনো চাপ নেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।

এদিকে আশিকুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান।  

তিনি বলেন, আশিকুজ্জামান পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। ২২ সেপ্টেম্বর থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুজ্জামান।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের মুখে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন: গোপালগঞ্জ
আশ্রয়দাতার স্ত্রীর সঙ্গেই সম্প‌র্কে জড়ান কায়সার কামাল!
চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই
শেষ হলো হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট
বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত-ভুটান
সৈয়দপুরে ৫৭ শতক খাস জমি উদ্ধার


লাইব্রেরিতে সময় কমানোর প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের অবস্থান
বিজ্ঞানচর্চা-নৈতিকতার সঙ্গে জীবন গড়তে হবে: মুনীর চৌধুরী
হালদায় মিললো ৩০ কেজি ওজনের ডলফিন
জয়পুরহাটে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী কারাগারে
বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে টেলিটক