php glass

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের ৭ সদস্যদের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

walton

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে সাত সদস্য পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওই ৭ সদস্য তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠান।

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের পদত্যাগ করা কার্যকরী সদস্য মেজবাহ উদ্দিন পলাশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন ১১ সদস্য নিয়ে গঠিত। যাদের মধ্যে সাত সদস্য পদত্যাগ করেছেন। 

পদত্যাগপত্রে অব্যাহতি লিখা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এটা হয়তো ভাষাগত ভুল। তবে আমরা সাত জন সদস্য অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছি।

অব্যাহতিপত্রে পদত্যাগ করা সদস্যরা উল্লেখ করেন, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে না পারায় এবং অকার্যকর থাকায় আমরা উক্ত কমিটি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিম্ন স্বাক্ষরকারীরা অদ্য হতে আর উক্ত কমিটির কোনরূপ সদস্য রইলাম না। কর্তৃপক্ষকে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হইলো।

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করা সদস্যরা হলেন- কার্যকরী সদস্য মেজবাহ উদ্দিন, মো. ইবনে ওয়াজিদ ইসলাম (সদস্য মনোনীত), জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাট (সদস্য), নার্গিস আক্তার হেলালী (কোষাধ্যক্ষ), প্রকৌশলী মো. আবদুল্যাহ বিন ফারুক (সহ-সভাপতি), জিনাত আরা চৌধুরী (মহিলা সম্পাদিকা), মাহমুদুর রহমান (ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক)।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসএ/

ক্লিক করুন, আরো পড়ুন: নোয়াখালী
বাড়ি গিয়ে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানালেন ডিসি
বন্ধুকে বেঁধে রেখে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩
ছয় দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
জাকের পার্টিতে নারী নেতৃত্ব ৩৩.৩৩ শতাংশ
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩ জনের মৃত্যু


ঘোষণাপত্রে ‘জয় বাংলা’ না থাকলে নিবন্ধন বাতিল হওয়া উচিত
নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার 
খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
সুন্দরবন পরিদর্শনে জাতিসংঘ যৌথ মিশনের প্রতিনিধি দল
মানবাধিকার দিবসে বইয়ের মোড়ক উন্মোচন