শনিবার (২৩ মে) রাত পৌনে ১২টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, ৪টি ল্যাবে মোট ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি আরও বলেন, সিভাসুতে নমুনা পরীক্ষায় কোন পজেটিভ শনাক্ত না হলেও অন্য তিন ল্যাবে মোট ১৬৬ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন শনাক্ত হয়েছে চমেক হাসপাতালে। এছাড়া বিআইটিআইডিতে ৬২ জন এবং কক্সবাজার ল্যাবে ৬ জন শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৫ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৫২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫০ জন।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমএম/টিসি