php glass

‘দেশের উন্নয়নে দরকার, শেখ হাসিনার সরকার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাতার বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য দিদারুল আলম।

walton

চট্টগ্রাম: বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপক অবদান রাখছে। জননেত্রী শেখ হাসিনার সরকার হতদরিদ্রদের জন্য প্রায় ৭০ লাখ ভাতার বই বিতরণ করেছে, যা বিশ্বের অন্য কোনও দেশে সম্ভব হয়নি। তাই দেশের উন্নয়নে দরকার, শেখ হাসিনার সরকার।

৯নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বয়স্ক, অসচ্ছল ও প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি চট্টগ্রামের সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আন্তরিক সহযোগিতায় এবং ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের পরিকল্পনায় দায়িত্ব গ্রহণের ৪ বছরের মধ্যে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে প্রায় ৮০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১ বছরের মধ্যে আরও ৩০ কোটি টাকার চলমান কাজ শেষ হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করতে হবে সবাইকে।

সমাজসেবা কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব রুবেল কুমার শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হাজী মো. জহুরুল আলম জসিম, ৯, ১০ ও ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবিদা আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম ওয়াসিম, সমাজসেবা কর্মকর্তা মো. বশর উদ্দিন, নির্জ্জল দে, ওয়ার্ড কর্মকর্তা মোরশেদ আলম, মো. মাহাবুব সহ ৯২ জন বয়স্ক ও ৫৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই গ্রহণকারী।

উল্লেখ্য, ৯নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এ পর্যন্ত ৭৫০জনকে ভাতার বই দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৯
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
ksrm
কোটা আন্দোলনের ৩ নেতার ৫৭ ধারার মামলার তদন্ত স্থগিত
৭ দিনের সফরে দেশের বাইরে থাকবেন ইসি সচিবও
আরবান কো-অপারেটিভ ব্যাংক চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা
‘শুল্কমুক্ত গাড়ি মুহিতের সুনামের সঙ্গে মানানসই হবে না’
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক


সেলিমের নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’, আছেন চঞ্চল ও সিয়াম
রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র
কমছে টাইগারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ!
ভিক্ষা পাওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি: তাজুল ইসলাম
পুকুরে মিললো শিশুর মরদেহ, অভিযোগ পরিকল্পিত খুনের