php glass

বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখার আহ্বান সুজনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বক্তব্য দেন খোরশেদ আলম সুজন।

walton

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে নাগরিক উদ্যোগের এক জরুরি সভায় তিনি এ আহ্বান জানান।

সুজন বলেন আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এ অবস্থার আরও অবনতি হয়েছে। যেটি উদ্বেগজনক।

তিনি বলেন, আমরা আগেও বলেছি- এখনও বলছি বিমানবন্দর সড়কের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বিমানবন্দর সড়কের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা। আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এসব স্থাপনা উচ্ছেদ করে বিমানবন্দর সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখার আহ্বান জানাই।

নাগরিক উদ্যোগের উপদেষ্টা হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, সংগঠনের সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. নিজাম উদ্দিন, মোরশেদ আলম, ছালেহ আহমদ জঙ্গী, অধ্যক্ষ কামরুল হোসেন, হাফেজ মো. ওকার উদ্দিন, মো. শাহজাহান, শেখ মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, সোলেমান সুমন, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে অনলাইন-অফলাইনে প্রতিরোধ
নারায়ণগঞ্জে পৃথক মামলায় ১০ জনের কারাদণ্ড 
কসবার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উন্নত বিশ্বের কাছে দৃষ্টান্ত
চরফ্যাশনে নিহত ১০ জেলে পরিবারে শোকের মাতম


নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব সরকারের
মঙ্গলবার জাতীয় সংসদে ২ বিল পাস
আতঙ্কে হবিগঞ্জের রেল যাত্রীরা!
বানরকে লাই দিলে মাথায় ওঠে, রাঙ্গা প্রসঙ্গে ফিরোজ রশিদ
ঐতিহ্যের সাজে মণিপুরীদের রাস উৎসব শুরু