মেগামার্টে এসে মুগ্ধ মেহজাবীন
চট্টগ্রাম: টেলিভিশন অভিনেত্রী ও মডেল মেহজাবীন সম্প্রতি এসেছিলেন নারী-পুরুষদের পোশাকে স্বয়ংসম্পূর্ণ মেগাশপ মেগামার্টে।
নগরের টেরিবাজারে অবস্থিত মেগামার্টে নারীদের বর্ণিল বাহারি পোশাকের সম্ভার দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেছেন। মেহজাবীন মেগামার্টের প্রথম ফ্লোর থেকে ৩য় ফ্লোর পর্যন্ত বিভিন্ন কর্ণার ঘুরে দেখেন।
নারীদের কর্ণারে দেশি-বিদেশি শাড়ি, থ্রী পিস, জুয়েলারি, প্রসাধন এবং ছেলেদের ইউনিটে পাঞ্জাবির সংগ্রহশালা দেখে তিনি অভিভূত হন।
মেহজাবীন প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, চট্টগ্রাম মহানগরে একই ছাদের নিচে এতো বড় পোশাকের আয়োজন কল্পনাও করা যায় না। সব বয়সী নারী ও পুরুষ এই মেগাশপে পরিবার বা আত্মীয়-স্বজনের জন্য সব ধরনের সেলাই করা, সেলাই ছাড়া পোশাক সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারেন।
একটি বড় শহরে এমন মেগাশপ নারীদের নিরাপদে ও নিশ্চিন্তে শপিং করার জন্য খুবই উপযোগি বলে মন্তব্য করেন মেহজাবীন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসি/টিসি