php glass

হাসপাতালে মারা গেছেন গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ওয়াসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলিবিদ্ধ ওয়াসিম

walton

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ শুটকি পল্লী এলাকায় গুলিবিদ্ধ মো. ওয়াসিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ সন্ত্রাসী মো. ওয়াসিম।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জ শুটকি পল্লীর কলাবাগিচা এলাকায় ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় ওয়াসিম, কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরেফিন, এসএসআই মাহবুব, এসএসআই সুকুমার, কনস্টেবল জাহাঙ্গীরসহ সাতজন গুলিবিদ্ধ হয়।

আহত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সন্ত্রাসী মো. ওয়াসিম (৩৫)। ওয়াসিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

নোবেল চাকমা বলেন, কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত ও ওয়ান্টেড আসামি ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওয়াসিম। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ওয়াসিম ও ছয় পুলিশ সদস্য আহত হয়।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান নোবেল চাকমা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
ksrm
রাশিয়া সফরে বিমান বাহিনী প্রধান
অক্টোবরেই চালু হচ্ছে বিমানের ঢাকা-মদিনা নিয়মিত ফ্লাইট
ব্যাপক মতানৈক্যে ‘নিষ্ফল’ সমাপ্তির পথে জি-৭ সম্মেলন 
গাজীপু‌রে সড়ক দুর্ঘটনায় বাবা-‌ছে‌লে নিহত
নবাবগঞ্জে নারীর মরদেহ উদ্ধার


পেসারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বিসিবি
শুদ্ধাচার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে ইউসিবি’র কর্মশালা
১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবু গ্রেফতার
হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে শুভেচ্ছা সফরে শ্রীলংকান যুদ্ধজাহাজ