ফাইল ছবি
চট্টগ্রাম: ঋতুরাজ বসন্তকে বরণ করার লক্ষ্যে প্রমা আবৃত্তি সংগঠন পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) সিআরবি শিরীষতলা মুক্তমঞ্চে বর্নাঢ্য আয়োজনে বসন্ত উৎসবের আয়োজন করেছে।
সকাল ৮টায় উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। দৈনিক আজাদীর ম্যানেজিং এডিটর ওয়াহিদ মালেক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে ঢোলবাদন, আবৃত্তি, গান, নৃত্য, যন্ত্রসংগীতসহ নানা আয়োজনে অংশগ্রহণ করবেন চট্টগ্রামের বরেণ্য শিল্পী, প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠান চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমআর/টিসি