php glass

মানুষের চেয়ে বড় জেলিফিশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দৈত্যাকার জেলিফিশের পাশে লেজ্জি ডেলি। ছবি: সংগৃহীত

walton

ঢাকা: ব্রিটেনের কর্নওয়াল উপকূলে সাঁতার কাটছিলেন লেজ্জি ডেলি। হঠাৎ কিছুটা দূরেই বিশালাকৃতির কিছু দেখতে পান। একটু কাছে যেতেই চোখ ছানাবড়া! এ যে তার চেয়েও বড় এক জেলিফিশ! 

গত শনিবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের মেরিন কনজারভেশন সোসাইটির জন্য ‘ওয়াইল্ড ওশিন উইক’ নামে একটি অর্থসংগ্রহ প্রচারণার অংশ হিসেবে সাগরে নেমেছিলেন জীববিজ্ঞানী লেজ্জি। তখনই দৈত্যাকার জেলিফিশের সামনে পড়েন তিনি। কিছুটা চমকে গেলেও দ্রুত সহকর্মী ড্যান অ্যাবোটকে এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে বলেন তিনি।

লেজ্জি বলেন, আমরা এমন কিছু আশা করিনি। এ ধরনের অভিজ্ঞতা সত্যিই দারুণ ব্যাপার।

ক্যামেরাম্যান অ্যাবোটও জানিয়েছেন, এত বড় জেলিফিশ তিনি জীবনে দেখেননি।

জানা যায়, শুরুতে ব্যারেল জেলিফিশের আকার এক মিলিমিটারেরও কম থাকে। উপযুক্ত পরিবেশ পেলে ধীরে ধীরে তা বিশালাকৃতি লাভ করে। এরা সাধারণত ছোট ছোট মাছসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণি খেয়ে বেঁচে থাকে। লম্বা কর্ষিকা বিশিষ্ট জেলিফিশের চেয়ে ব্যারেল জেলিফিশের কাঁটাগুলো বেশি বিপদজনক।

লেজ্জি ডেলি বলেন, জেলিফিশটির কাছে যাওয়ার সময় একটুও ভয় লাগেনি। আশা করি, এ ভিডিও অন্যদের সাগরের ব্যাপারে উৎসাহিত করবে। 

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
একে

ksrm
শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৭ গোল!
শিশু সায়মা ধর্ষণ-হত্যা: প্রতিবেদন পিছিয়ে ১৬ সেপ্টেম্বর
দুদকের জিজ্ঞাসাবাদে ব্যর্থতার দায় নিলেন সৈয়দ ইফতেখার
বঙ্গবন্ধুর খুনির সন্তানেরা নিজেদের পরিচয়ও দিতে পারে না
হামদর্দের এমডির দুর্নীতির বিষয়ে এক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ


অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রতিবেদন গ্রহণ
সেলস অফিসার নেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
জামালপুরের নতুন ডিসি এনামুল হক
শরণার্থী শিবিরে ৫ দফা দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ
ডিসির অভিযোগ প্রমাণিত হলে উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে