সেই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো আছেনই। শোয়েব আখতার ও শহীদ আফ্রিদিরাও সমালোচনা করেছেন সরফরাজদের।
আকমল অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন সরফরাজের এবং পুরো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।
পাকিস্তানের দৈনিক ইংরেজি পত্রিকা দ্য নেশনকে কামরান বলেন, ‘রান তাড়া করতে নেমে পাকিস্তান বিশ্বকাপে একটা ম্যাচও জিতেনি। ‘গ্রিন ক্যাপ’রা কেবল একটি ম্যাচ জিতেছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচে তারা প্রথমে ব্যাট করে ৩০০ উর্ধ্ব রান সংগ্রহ করে। আমাদের ব্যাটিং লাইন আপ বারবার ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে। সেখানে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেওয়া উচিৎ হয়নি। ’
৩৭ বছর বয়সী কামরান আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করছি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পৃষ্ঠপোষকও, যারা পাকিস্তান ক্রিকেটের বিপুল ক্ষতি করেছে সেই সব অভিযুক্তদের বিরুদ্ধে নির্দয় জবাবদিহিতা শুরু করার জন্য। আমাদের অনেক জন্মগত ক্রিকেট প্রতিভা আছে যারা যোগ্যতার ভিত্তিতে দলে নির্বাচিত হলে ব্যাটিং ও বোলিংকে শক্তিশালী করতে পারবে। দলকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবে। ’
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুন ২০১, ২০১৯
ইউবি