ছবি: সংগৃহীত
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে মেসির জন্যই সমর্থকদের দুঃখটা প্রকাশ পেয়েছে সবথেকে বেশি। এ হারের ফলে বিশ্বকাপ ছুঁয়ে দেখাটা হয়তো অধরাই রয়ে যাবে প্রতিভাবান এই ফুটবল তারকার।
অনেকেই বলেছেন, আর্জেন্টিনা আজ মেসির জন্য কাঁদবে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির দুঃখটাই চিরস্থায়ী। তবে তার খেলার তুলনায় দলের খেলার ছন্দটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ক্রোয়েশিয়ার বেশ কিছু খেলোয়াড়ও দুঃখ প্রকাশ করেছেন মেসির জন্য। তারা বলেছেন, এটা বিশ্বাসই হচ্ছে না আমরা জিতেছি। তবে ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে মেসির মাথার ভেতর কী চলছে। জাতির প্রত্যাশা, নিজের অবস্থান, রোনালদো থ্রিলিং, সব মিলিয়ে সে হয়তো গভীর এক দুঃখের মধ্য দিয়ে সময় পার করছে, যা আমরা কখনো স্পর্শও করতে পারবো না।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই দোষারোপ করেছেন কোচ সাম্পাওলি আর গোলরক্ষক উইলি কাবায়েরোকে। তারা বলছেন, ম্যাচের ও দলের এ ধরনের বিপর্য়য়ের পেছনে একমাত্র কারণ সাম্পাওলি। এ ধরনের লজ্জাজনক হার কোচ হিসেবে তার প্রাপ্য ছিলো।
উইলি কাবায়েরো সম্পর্কে অনেকেই বলেছেন, চেলসির এ গোলরক্ষকের জন্যই হারতে হয়েছে আলবিসিলেস্তাদের।
বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এইচএমএস/এমএইচএম/এমজেএফ