তামিম ইকবাল: ছবি-সংগৃহীত
ভারতের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্যে দিয়ে বাংলদেশের হয়ে দুইশতম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ওপেনার তামিম ইকবাল।
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে দুইশ ওয়ানডে খেলার গৌরব অর্জন করলেন তামিম।
২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তামিমের। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বাঁহাতি ওপেনারকে।
২০০৭ বিশ্বকাপে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম অর্ধশতকের দেখা পান তামিম। আর ২০০৮ সালে ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা পান অভিষেক ওয়ানডে সেঞ্চুরির।
১১ সেঞ্চুরির পাশাপাশি ৪৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তামিমের ওয়ানডে ক্যারিয়ারে।
বাংলাদে সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরএআর/ইউবি