জেসন রয়: ছবি-সংগৃহীত
শুক্রবার (১৪ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি তিনি। ২৫ জুন (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মহারণেও না থাকার সম্ভাবনা বেশি রয়ের। তবে পরের ম্যাচের ভারতের বিপক্ষে ফিরতে পারেন তিনি। সোমবার (২৪ জুন) দ্বিতীয় স্ক্যানের পর দেখা গেছে, ধীরে ধীরে উন্নতি করছেন রয়।
চোটের পর সোমবার প্রথমবারের মতো নেট অনুশীলন করেছেন রয়। বিশ্বকাপে ইংলিশদের শেষ দুই ম্যাচের জন্য তাকে দৈনিক প্রেক্ষিতে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন ইয়ন মরগান।
ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘জেসন সকালে স্ক্যানের জন্য গিয়েছিল। সব খবর আপাতত পজিটিভ। কিন্তু সে আগামী (মঙ্গলবার) ম্যাচের জন্য ফিট নয়। এই সপ্তাহে আমরা তার উন্নতির দিকটা পর্যবেক্ষণ করবো।’
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
ইউবি