Alexa

প্রথম দুই ম্যাচে অপরিবর্তীত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে আসছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য অপরিবর্তীত ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে ১-১ এ শেষ করে ক্যারিবীয়রা। শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

আফগানদের বিপক্ষে সিরিজ ড্র করায় বর্তমানে ওয়ানডের নয় নম্বর দল ক্যারিবীয়দের কোনো উপকার হয়নি। যেখানে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে। তাই ভারত সিরিজকে গুরুত্বের সঙ্গেই দেখতে হবে তাদের।

এদিকে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা হারিয়েছে ভারত। তবে সেখান থেকেই উইন্ডিজে আসার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। আগামী ২৩ জুন কুইন্স পার্ক ওভালে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শাহি হোপ (উইকেটরক্ষক), আলজেরারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিরেন পাওয়েল, রোভম্যান পাওয়েল, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৯ জুন, ২০১৮
এমএমএস


‘হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’
সূর্যকে ঘিরে সেই অদ্ভূত বলয় কি রংধনু!
নেতার ঘরে কর্মীর ভিড়
আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ
বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

Alexa