Alexa

সর্বোচ্চ রানে ধাওয়ান, উইকেটে হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সর্বোচ্চ রানে ধাওয়ান, উইকেটে হাসান-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উদযাপন করলো পাকিস্তান। এরই মধ্যে এবারের আসরের পর্দা নামলো। যেখানে ১৮০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল।

এ আসরে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অবশ্য পুরোনো প্রথা অনুযায়ী ব্যাটিংয়ে ভারত ও বোলিংয়ে পাকিস্তানের দাপট অব্যাহত ছিল।

এ আসরে ফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ খেলেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সবচেয়ে সফল ব্যাটসম্যান মধ্যে একজন বাঁহাতি এ ব্যাটসম্যান এ আসরে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করে সর্বোচ্চ ৩৩৮ রান করেছেন। তার ব্যাটিং গড় ৬৭.৬০।

সেরা পাঁচে অন্য ব্যাটসম্যানরা হলেন, রোহিত শর্মা (৩০৪, ৫ ম্যাচ), তামিম ইকবাল (২৯৩, ৪ ম্যাচ), জো রুট (২৫৮, ৪ ম্যাচ), বিরাট কোহলি (২৫৮, ৫ ম্যাচ)।

এদিকে বোলিংয়ে পাকিস্তানের আনকোড়া পেসার হাসান আলী এ আসরে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ফাইনাল সহ মোট পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এ ডানহাতি। তার সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট।

সেরা পাঁচে অন্য বোলাররা হলেন জস হ্যাজেলউড (৯, ৩ ম্যাচ), জুনায়েদ খান (৮, ৪ ম্যাচ) লিয়াম প্ল্যাঙ্কেট (৮, ৪ ম্যাচ), আদিল রশিদ (৭, ৩ ম্যাচ), ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমএমএস


সংগীতজ্ঞ সুধীন দাশ আর নেই
বখাটেদের উৎপাতে অতিষ্ঠ চন্দ্রিমার উদ্যানের দর্শনার্থীরা
লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
‘দেশের উন্নয়নে নৌকার পক্ষে থাকুন’
শোক আর শ্রদ্ধায় সুরেশ চক্রবর্তীর চিরবিদায়

Alexa