Alexa

১৭ বছর পর গলে প্রথম ওডিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:সংগৃহীত

১৭ বছর পর শ্রীলঙ্কান স্টেডিয়াম গলে আন্তর্জাতিক ওয়ানডে ফিরছে। আগামী ৩০ জুন ও ২ জুলাই এ মাঠে লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এছাড়া শ্রীলঙ্কায় কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০১-২০০২ মৌসুমের প্রথমবার সফর করছে জিম্বাবুয়ে।

গলে এখন পর্যন্ত সাতটি ওডিআই ম্যাচ হয়েছে। যেখানে সর্বশেষ ২০০০ সালের ৬ জুলাই দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল। ত্রি-দেশীয় সিরিজের সেই ম্যাচে লঙ্কানরা ৩৭ রানে জয় পায়। সিরিজের অন্য দল ছিল পাকিস্তান।

জিম্বাবুয়ের এবারের সফরে শেষ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। ৬, ৮, ১০ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ১৪ জুলাই থেকে। এই সিরিজে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৭ জুন, ২০১৭
এমএমএস


‘হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’
সূর্যকে ঘিরে সেই অদ্ভূত বলয় কি রংধনু!
নেতার ঘরে কর্মীর ভিড়
আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ
বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

Alexa