Alexa

আবারো সবার উপরে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তামিম ইকবাল। ম্যাচের ১৮তম ওভারের জাদেজার চতুর্থ বলকে রিভার্স সুইপে চার মেরে নিজের অর্ধশতক হাঁকিয়ে শিখর ধাওয়ানকে পেছনে ফেলেন বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস।

এ ম্যাচের আগে গ্রুপ পর্বের তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন তামিম। রান করেন ২২৩। সমান ম্যাচে তামিমের চেয়ে ৪৮ রান বেশি করে ভারতের শিখর ধাওয়ান ছিলেন এক নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ২৫৮ রান নিয়ে ইংল্যান্ডের জো রুট এখন আছেন তিনে।  ২৪৪ রান নিয়ে চার নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

জাদবের বলে ৭০ রানে আউট হলে তামিম ২৯৩ রান নিয়ে সবার উপরে উঠে আসেন। ২৫ চার ও ৭ ছয়, ৮৬ স্ট্রাইক রেট আর ৭৩ গড়ে এই ২৯৩ রান করেছেন এই মারকুটে ওপেনার।

এই ম্যাচেই পরের ইনিংসে শিখর ধাওয়ান ২২ রানের নিচে আউট হলেই এ আসরের সর্বোচ্চ রানের দখল ধরে রাখবেন তামিম।

‍বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম


নতুন সাজে কলকাতার নাখোদা মসজিদ
ঈদ হোক অনাবিল আনন্দঘন ও সম্প্রীতিময়
ডিপজল এন্টারপ্রাইজের গত রাতের গাড়ি কখন যাবে?
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঈদযাত্রার শেষ ভিড়, পিছিয়ে চলছে সব ট্রেন

Alexa