মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে লড়ির ধাক্কায় আলী আকবর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চর বাউশিয়ার শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর চর বাউশিয়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলী আকবর। এসময় একটি লড়ি রাস্তা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই চালক পালিয়ে যায় এবং লড়িটি খাদে পড়ে যায়। মরদেহটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ