টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান/ছবি: বাংলানিউজ
গাজীপুর: বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিরা যতক্ষণ ময়দানে থাকবেন ততক্ষণ তাদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
আখেরি মোনাজাতের পরও তাবলিগ জামাতের মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবে ঠিক ততক্ষণই পুলিশ তাদের নিরাপত্তার দেবে। রোববার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পুলিশ সুপার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফিরতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং নিমতলী থেকে টঙ্গী সড়কে ও কামারপাড়া সড়কে সাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা।
এছাড়া বিভিন্ন স্থানে সিসি ক্যামেরারর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
আরএস/এএ