ছবিতে মুসার মাউন্ট কার্সটেঞ্জ জয়
ঢাকা: পাপুয়া নিউ গিনিতে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জের চূড়া জয় করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন মুসা ইব্রাহীম।
বাংলাদেশের পতাকা চূড়ায় তুলেছেন তিনি। সোমবার (১৯ জুন) চূড়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি।
মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে গত বৃহস্পতিবার থেকে বেস ক্যাম্পে আটকা ছিলেন মুসা ইব্রাহীমসহ তার দুই সহযোগী আরোহী।পরে সোমবার ভোরে উদ্ধার হলেও উদ্ধারকারী হেলিকপ্টার কোম্পানি অধিক অর্থ দাবি করে এখনও তাকে ছাড়েনি।
এ বিষয়ে মুসার সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেছেন, পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দি করে রেখেছে তিমিকার হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ান (Asia One)।
এবার হেলিকপ্টার কোম্পানি গৃহবন্দি করেছে মুসাকে
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
আইএ