Alexa

হিসাব বরাবর, শোধবোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রণবীর কাপুর ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে শাহরুখ খানের নতুন ছবির নাম ঠিক করা হয়েছে ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে তার সঙ্গে থাকছেন আনুশকা শর্মা। ছবিটির নাম রেখেছেন রণবীর কাপুর। এ জন্য শাহরুখের কাছ থেকে পাঁচ হাজার রুপি দাবি করেছিলেন রণবীর। শেষ খবর হলো, সম্মানি বুঝে পেয়েছেন রণবীর।

অবশেষে সেই পাঁচ হাজার রুপি রণবীরকে দিয়ে দিয়েছেন শাহরুখ খান। সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, শাহরুখ-রণবীরের একটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, ‘তামাশা’খ্যাত রণবীরের হাতে রুপি তুলে দিচ্ছেন কিং খান।

এরপর নিজের টুইটারে শাহরুখ খান লিখেছেন,  ‘…শোধবোধ। হিসাব বরাবর।’

এবার আরেকটি পাওনা শোধ করতে হবে কিংখানকে। কারণ ‘জাব হ্যারি মেট সেজাল’ নামটির ‘জাব’ শব্দটি এসেছে প্রযোজক-পরিচালক করণ জোহরের মুখ থেকে। এবার তিনিও সম্মানি চাইছেন।

কিছুক্ষণ পর করণ জোহর তার টুইটারে লিখেছেন, ‘রণবীর, আমি অপেক্ষা করছি। আমার এক হাজার ২৫০ রুপি দিয়ে দিও।’  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিএসকে/এসও


ঈদ আনন্দ সিনেমা হলে
রেমিট্যান্সের টাকায় গ্রামে জমজমাট ঈদ
বাংলানিউজের ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর বাবা আর নেই
বরিশালে ইয়াবাসহ আটক ১
বিজেপির দাবির প্রেক্ষিতে সিপিআই (এম) এর সংবাদ সম্মেলন

Alexa