Alexa

তিন বন্ধুর এক প্রেমিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শর্তসাপেক্ষে’ নাটকের সেটে জোভান, শবনম ফারিয়া ও মিশু সাব্বির, ছবি: রাজীন চৌধুরী

তিন বন্ধু জোভান, মিশু ও ওশান। এমন বন্ধুত্ব যে, একজনকে প্রেম করতে দেখলে অন্যরা গিয়ে সেটা ভেঙে দেয়। এভাবে নিজেরাই ভুক্তভোগী হতে থাকে। পরে তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে, এসব না করে বরং নিজেদের মতো করে পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করবে তারা। 

যেই কথা সেই কাজ। তিনজনই নিজেদের মনের মানুষের সঙ্গে প্রেম করতে শুরু করে। একসময় জানা গেলো যে, একটি মেয়ের সঙ্গেই ওরা তিনজন প্রেম করছে। এরপর কাহিনি মোড় নেয় অন্যদিকে। এমনটি দেখা যাবে ‘শর্তসাপেক্ষে’ শিরোনামে ঈদের নাটকে। এতে অভিনয় করেছেন জোভান, শবনম ফারিয়া, মিশু সাব্বির, ওশান প্রমুখ। 

‘শর্তসাপেক্ষে’-এর নির্মাতা হিমেল আশরাফ জানান, উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। হাস্যরসাত্মক ও রোমান্টিক ঘরানার নাটকটি লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। ঈদ আয়োজনে এটিএন বাংলায় প্রচার হবে ‘শর্তসাপেক্ষে’। 

জোভান, ওশান ও শবনম ফারিয়া, ছবি: বাংলানিউজ

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসও 


মানবিক বিপর্যয়, নবজাতক যখন কুকুরের খাবার!
রূপগঞ্জে স্টিল মিল কারখানা কর্মীর মরদেহ উদ্ধার
ঈদের রাতে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী আটক
বানরের বাঁদরামি নেই, ভন ভন করছে মাছি!
ন্যায্যমূল্য বঞ্চিত ঝিনাইদহের সবজিচাষিরা

Alexa