Alexa

শাওন গানওয়ালার দ্বিতীয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাওন গানওয়ালা

‘ইচ্ছে মানুষ’, ‘মন ভালো নেই’, ‘এভাবে চাই’, ‘তোমায় পেয়ে’ বা ‘ছুঁয়ে দিলে মন’-এর ‘দিন চলে যায়’— এমন কিছু গানের সুবাদে ব্যতিক্রমী গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন শাওন গানওয়ালা। ঈদ উপলক্ষে আসছে তরুণ এই শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম, নাম ‘বলো’। 

২০১২ সালে প্রথম একক ‘স্পর্শ তোমাকে নিয়ে’ বের করেছিলেন শাওন। এরপর মিশ্র অ্যালবাম, নাটক ও ছবিতে গেয়েছেন তিনি। পাশাপাশি মঞ্চও মাতিয়েছেন। বিরতির পর এবার আসছে শাওনের দ্বিতীয় একক। 

‘বলো’তে গান থাকছে তিনটি। এগুলো লিখেছেন জাহিদ আকবর ও জিয়াউদ্দিন আলম। এর মধ্যে দুটি গান দ্বৈত। এগুলোতে শাওনের সহশিল্পী মোহনা ও ইয়াসমিন লাবণ্য। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন ও এম এ রহমান। ‘বলো’র গানগুলো ডিজিটালি জিপি মিউজিক এ্যাপ ও জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে। 

এ ব্যাপারে শাওন বললেন, ‘তিন মাস ধরে গানগুলো তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের ইতিবাচক সাড়া পাবো।’

* শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’: 

* ‘দিন চলে যায়’: 

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসও 


যশোর ডিবি’র ওসি ইমাউলকে অবশেষে স্ট্যান্ড রিলিজ
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত
ঈদের সকালে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩
যাত্রীশূন্য ছিলো গাবতলী-কল্যাণপুর টার্মিনাল

Alexa