Alexa

এবার অসম প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

এর আগে বলিউড অভিনেত্রী বিপাশা বসু, দীপান্বিতা শর্মা, গুল পনাগ ও সাহানা গোস্বামীর সঙ্গে প্রেম করেছেন তিনি। এবার জড়ালেন অসম প্রেমে। প্রেমিকার বয়স বেশ কম।
 

কথায় বলে প্রেমে পড়ার বয়স হয় না। তাইতো ৫১ বছর বয়সী সুপারমডেল-অভিনেতা মিলিন্দ সোমান প্রেম করছেন  নিজের বয়সের প্রায় অর্ধেক বয়সী এক তরুণীর সঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন প্রেমিকার সঙ্গে বেকয়েকটি ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছেন ভারতের ‘আয়রনম্যান’। অবশ্য সোমানের নতুন প্রেমিকাকে নাম ছাড়া বিশেষ কিছু জানা যায়নি। তার নাম অঙ্কিতা কোনওয়ার।

২০০৬ সালে ফরাসি অভিনেত্রী মিলিন জাম্পানোইকে বিয়ে করেছিলেন সোমান। তবে তিন বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বিএসকে/এসও


নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত
ঈদের সকালে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩
যাত্রীশূন্য ছিলো গাবতলী-কল্যাণপুর টার্মিনাল
ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা

Alexa