Alexa

কপিলের শো’তে ফিরছেন সুনীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনীল গ্রোভার (ছবি: সংগৃহীত)

তবে কি আমে দুধে মিশে গেলো? মনোমালিন্য মিটিয়ে কি ভাব করে নিয়েছেন দুই তারকা? কথা হচ্ছে- জনপ্রিয় দুই কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভারকে নিয়ে। শোনা যাচ্ছে, আবার ‘দ্য কপিল শর্মা শো’তে ফিরছেন সুনীল।

সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা যায়, সব মনোমালিন্য ভুলে পুনরায় ‘দ্য কপিল শর্মা শো’তে ফিরছেন সুনীল। তবে চমকপ্রদ তথ্য হলো- শুধু একটি পর্বেই ড. গুলাটি চরিত্রে পাওয়া যাবে সুনীলকে।

আগামী ২৫ জুন মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। যার প্রচারণার জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হবেন বলিউডের এই সুপারস্টার। আর এই বিশেষ পর্বের জন্যই সুনীলকে এনে স্পেশাল চমক দিলো চ্যানেল কর্তৃপক্ষ।

কয়েক মাস আগে মধ্য আকাশে বিমানের মধ্যে মদ্য পান করে সুনীল গ্রোভারকে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন কপিল শর্মা। এরপরই ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে দেন সুনীল। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন কপিল।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বিএসকে/এসও


তাইহুলাইট বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার
গাজীপুরে দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের মৃত্যু
যেভাবে গড়ে উঠেছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
জয় দিয়ে জাপান সফর শেষ কৃষ্ণাদের

Alexa