Alexa

এবারের ঈদ একসঙ্গে কাটাবেন শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহরুখ খান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিনের মনোমালিন্য শেষে ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করেছে শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্ব। এ কারণেই হয়তো বন্ধু সালমানের সঙ্গে এবারের ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন কিং খান। এসময় তার এক ভক্ত প্রশ্ন করেন কিভাবে এবারের ঈদ করবেন তিনি। জবাবে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা জানান, সালমান খানের সঙ্গে ঈদ পালন করবেন তিনি।

এখানেই শেষ নয়, ঈদের দিন ছেলে আবরাম খানকে নিয়ে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগ্গা জাসুস’ ছবির বিশেষ প্রদর্শনীতে যাবেন বলেও জানিয়েছেন তিনি। অনুরাগ বসু পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৪ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
বিএসকে


অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৬ লঞ্চের বিরুদ্ধে মামলা
ত্রিপুরা সীমান্তে সন্দেহভাজন ব্যক্তি আটক
সেই আমিরের কাছে উর্দু শিখবেন কুক
ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে ফেদেরার
গাবতলীতে নেই উপচে পড়া ভিড়

Alexa