Alexa

সবার সঙ্গে দুর্ব্যবহার করতেন র‌্যাচেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

র‌্যাচেল ওয়াইজ (ছবি: সংগৃহীত)

ছোটবেলায় বেশ দুরন্ত ছিলেন হলিউড অভিনেত্রী র‌্যাচেল ওয়াইজ। এমনকি সবসময় না-কি সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এ কারণে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিলো ‘দ্য মামি’খ্যাত এই তারকাকে। সম্প্রতি টেলিভিশ শো ‘দ্য গ্রাহাম নোরটন শো’তে নিজে মুখে এ কথা জানিয়েছেন র‌্যাচেল।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি খুব খারাপ ব্যবহার করতাম, এর ফলে আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিলো। তবে মজার ব্যাপার হলো- আমার মধ্যে শুধু একটি নয়, বিভিন্ন ধরনের খারাপ গুণ ছিলো।’

এদিকে, বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত হয় র‌্যাচ অভিনীত ‘মাই কাজিন র‌্যাচেল’ ছবির বিশেষ প্রদর্শনী। যেখানে হাজির হয়েছিলেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিএসকে/এসও


‘হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’
সূর্যকে ঘিরে সেই অদ্ভূত বলয় কি রংধনু!
নেতার ঘরে কর্মীর ভিড়
আখাউড়ায় বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ
বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

Alexa