Alexa

রণবীরকে পাঁচ হাজার রুপি দেবেন না শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহরুখ খান ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ঘোষণা করা হয়েছে পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবির নাম। যার নাম রাখা হয়েছে ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও আনুশকা শর্মা।

তবে চমকপ্রদ তথ্য হলো- এই ছবির নাম না-কি রেখেছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি নিজের পরের ছবি ‘জাগ্গা জাসুস’-এর একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে মজা করে ‘তামাশা’খ্যাত এই অভিনেতা বলেন, “জাব হ্যারি মেট সেজাল’ নামটি আমি সাজেস্ট করেছিলাম। আমি এখনই মান্নাতে গিয়ে শাহরুখের কাছ থেকে পাঁচ হাজার রুপি নেব। কারণ টাইটেলটা আমার দেওয়া।”
 
কয়েক মাস আগে মেহবুব স্টুডিতে ছবির শুটিং করছিলেন রণবীর। সেখানেই অন্য ফ্লোরে কাজ করছিলেন শাহরুখ ও ইমতিয়াজ আলি। তাদের সঙ্গে দেখা করতে গিয়ে না-কি এই নামের কথা বলেছিলেন রণবীর। তখন সবাই হেসে বলেছিলেন, ‘যাচ্ছেতাই টাইটেল’। আর এখন ছবির পোস্টারে নামটি দেখে রণবীর খুব খুশি।

তবে এই দাবি অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ খান লিখেছেন, ‘রণবীর এই দাবি করলেও জাব হ্যারি মেট সেজাল-এর নাম ও কখনও দেয়নি। ফলে পাঁচ হাজার রুপি ও পাবে না।’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিএসকে/এসও


সর্ববৃহৎ ঈদ জামাতে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা
সন্ত্রাস-জঙ্গিবাদ পরিহারের আহ্বান জানিয়ে মোনাজাত
খুলনায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত সম্পন্ন
জমিয়াতুল ফালাহ ময়দানে লাখো মুসল্লির ঢল

Alexa