Alexa

তিন দেশে শাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

যৌথ প্রযোজনার কারণে ভিনদেশে চলচ্চিত্রের শুটিং বেড়েছে। এ ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ অন্যতম। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ছবি মানেই বড় বাজেট। শুটিংয়ের প্রয়োজনে আজকাল দেশের বাইরেও প্রচুর সময় দিতে হচ্ছে তাকে।

বুধবার (৭ জুন) রাতের বিমানে ইতালির উদ্দেশে পাড়ি দিয়েছেন শাকিব। তার সঙ্গে গেছেন চিত্রনায়িকা বুবলী শবনম। ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ‘রংবাজ’ ছবির একাধিক গানের চিত্রায়ণে অংশ নেবেন তারা। দেশটির কয়েকটি স্থানে শুটিং করবেন শাকিব-বুবলী জুটি। 

সেখানে কাজ শেষে সরাসরি দেশে ফিরতে পারছেন না কিং খান। ছবির কাজেই ছুটতে হবে ভারতের কলকাতায়। ১২ জুন নাগাদ কলকাতায় হাজির থাকবেন তিনি। এরপর ঢাকায় আসার কথা থাকলেও ২০ জুন মাথায় রেখে শাকিবকে উড়াল দিতে হবে ব্রিটেনের লন্ডনের উদ্দেশে। সেখানে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘চালবাজ’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন আলোচিত এই নায়ক।   

‘চালবাজ’-এ দ্বিতীয়বারের মতো শাকিবের নায়িকা হচ্ছেন শুভশ্রী। আরও থাকবেন মিশা সওদাগর।  অনন্য মামুন এটি পরিচালনা করবেন। তার সঙ্গে থাকছেন কলকাতার একজন নির্মাতা।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এসও


ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর কারখানা!
লালবাগে দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ
ঈদ পোশাক পেলো ফেনীর আরো ৩শ’ সুবিধাবঞ্চিত শিশু
ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা জব্দ
কসবায় জামায়াত নেতা গ্রেফতার

Alexa