Alexa

শুধু ছেলের জন্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছেলে তৈমুর আলী খানের সঙ্গে কারিনা কাপুর খান (ছবি: সংগৃহীত)

ব্যক্তিগত জীবন কোনদিন বাধা হয়ে দাঁড়ায়নি তার কাজে। এমনকি গর্ভাবস্থায় কাজ করেছেন তিনি। কথা হচ্ছে- বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- কাজের ব্যাপারে এবার স্থির হচ্ছেন এ অভিনেত্রী। শোনা যাচ্ছে, বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সন্তানের প্রতি মনোযোগ দিতে চান কারিনা। ছয় মাস বয়সী ছেলে তৈমুর আলী খানের সঙ্গে বেশি করে সময় কাটাতে চান বেবো (কারিনার ডাকনাম)। সে কারণেই বছরে একটি করে ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সবশেষ ‘কি অ্যান্ড কা’ ছবিতে দেখা গেছে কারিনাকে। এতে তার সহশিল্পী ছিলেন অর্জুন কাপুর। বর্তমানে ‘বীরে দি ওয়েডিং’-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেপ্টেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। এতে তার সহশিল্পী সোনম কাপুর ও সারা ভাস্কর।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
বিএসকে


চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
মিথুনের কর্মক্ষেত্রে সুসংবাদ, সিংহের ভ্রমণ পরিকল্পনা
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রাষ্ট্রপতি পদে কংগ্রেস জোটের প্রার্থী মীরা কুমার
চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Alexa